অতীব জরুরি নোটিশ এতদ্দ্বারা গিরিশ-অক্ষয় একাডেমি (ফেনী জি. এ. একাডেমি)'র ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের "রেজিস্ট্রেশন কার্ডে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সীল" দেয়া হয়নি, তাদের আগামী ২৬ এপ্রিল ২০২৩ বুধবার বেলা ১১টা হতে ১২টার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে "রেজিস্ট্রেশন কার্ডে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সীল গ্রহণ" করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে । পরীক্ষা-কেন্দ্রে স্বাক্ষর ও সীল গ্রহণ/ প্রদান করার কোনো সুযোগ পাওয়া যাবে না । অতীব জরুরি এ বিষয়টি একে অপরকে জানিয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ।