২৯ জুলাই ২০২৩ বিশেষ জরুরি নোটিশ ------------------------------- এতদ্দ্বারা ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি পর্যন্ত "বকুল" ও "ডালিয়া" শাখার ছাত্রীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, তাদেরকে বিশেষ জরুরি প্রয়োজনে আগামীকাল ৩০ জুলাই ২০২৩ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে ইউনিফর্ম (নির্ধারিত পোশাক) পরিধান করে স্কুলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে । নির্দেশনায় - প্রধান শিক্ষক ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি ।