History

১৯১৪ সালে ফেনী ইনস্টিটিউশন নামে এ স্কুল প্রতিষ্ঠিত হয়। হাই স্কুল হিসেবে প্রায় ৫ বছর এটা চালু থাকে। কিন্তু অসহযোগ আন্দোলনের ফলে ১৯২৫ সালে এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ১৯২৭ সাল থেকে Middle English School হিসেবে পুনরায় চালু হয়। বিলুপ্ত হাই স্কুল সম্ভবত ১৯৩৩ সনের জানুয়ারিতে পুনর্জীবিত হয়। তখন ফেনী ইনস্টিটিউশন নামের পরিবর্তে গিরিশ-অক্ষয় একাডেমী নাম ধারণ করে এবং ৭ম ও ৮ম শ্রেণি দিয়ে এটা চালু হয়। পরে English School (Middle English School)-কে এর সাথে অঙ্গীভূত করা হয় এবং এ সংযুক্তকৃত স্কুল ফেনী জি, এ একাডেমী হিসাবে পরিচিত হয়। বাবু 'অক্ষয় কুমার মজুমদার' ও বাবু 'গিরিশ চন্দ্র মালাকার'-এর নামের প্রধান অংশ যথাক্রমে 'গিরিশ'-এর আদ্যক্ষর 'জি' এবং 'অক্ষয়'-এর আদ্যক্ষর 'এ' নিয়ে জি, এ একাডেমী নামকরণ করা হয়। তারা স্কুলের যাবতীয় জমি ও প্রয়োজনীয় অর্থ দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতাদের মধ্যে বাবু সতীশ চন্দ্র বর্ধন ও বাবু হরেন চন্দ্র কর অন্যতম ছিলেন। এ স্কুলের প্রতিষ্ঠালগ্নে ১০ জন শিক্ষক ছিলেন : ৪ জন গ্র্যাজুয়েট, ২ জন আন্ডার গ্র্যাজুয়েট, ২ জন ম্যাট্রিকুলেট, ১ জন পণ্ডিত ও ১ জন মৌলভী। এ স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু বিনোদ বিহারী দেব। ১৯৩০ খ্রিষ্টাব্দে তিনি ডিগ্রী লাভ করেন। এ স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৪ খ্রিষ্টাব্দে স্বীকৃতি লাভ করে।