এতদ্দ্বারা ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মে ২০২৩ বুধবার সকাল ১০টা হতে মাননীয় "উপজেলা নির্বাহী অফিসার"', ফেনী সদর-এর সম্মেলন কক্ষে শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে । বিতর্কের বিষয় : দারিদ্র্যই দুর্নীতির একমাত্র কারণ" ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি বিতার্কিক দল ৩১ মে ২০২৩ বুধবার সকাল ১০ টায় উক্ত বিষয়ের "বিপক্ষে" বিতর্ক করবে । প্রত্যেক বিতর্ক-দলে সদস্যসংখ্যা : দলনেতাসহ ০৩ (তিন) । এ স্কুলে বিতর্ক-দল গঠন, গাইড ও পরিচালনার দায়িত্বে থাকবেন : মিসেস খালেদা বেগম, সিনিয়র শিক্ষক (বাংলা) । প্রতিযোগিতায় আগ্রহী বিতার্কিকদের খালেদা ম্যা'মসহ অন্যান্য শিক্ষকের সাথে যোগাযোগ করে বিতর্ক-বিষয়ের "বিপক্ষে" পয়েন্ট সংগ্রহ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে । -প্রধান শিক্ষক ।